ঢাবি শিক্ষার্থী ফায়েদ বাঁচতে চায়
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৮:৩৩ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২২, ০৮:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল ফায়েদ প্রামাণিক ডায়াবেটিস টাইপ-১ এ আক্রান্ত। গত ১৫ নভেম্বর থেকে তার হঠাৎ সুগার লেভেল হাই হয়ে যায়।
এরপর ফায়েদকে বারডেম, ঢাকা মেডিকেল, সিরাজুল ইসলাম মেডিকেল, ইসলামি ব্যাংক হাসপাতাল ঘুরে আবার বারডেমে ভর্তি করা হয়েছে। ফায়েদের অবস্থা এখনও আশংকামুক্ত নয় ।
খুব দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি ঘটার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসক। আরও বেশ কয়েকদিন আইসিইউ সেবায় রাখতে হবে ফায়েদকে। এতে প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হবে। সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা প্রয়োজন হবে তার।
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন মাশরাফি
জানা গেছে, ফায়েদকে হাসপাতালে ভর্তির পর একদিনের চিকিৎসা ব্যয়ের যোগান দিয়েছে তার বন্ধুরা। কিছুদিন আগেই ফায়েদের চিকিৎসায় অনেক টাকা খরচ করছে তার পরিবার। বর্তমানে তার পরিবার আর চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না।
এমতাবস্থায় সবার আর্থিক সহযোগিতা চেয়েছেন ফায়েদের পরিবার ও তার সহপাঠীরা।
সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ পার্সোনাল- 01883125744 (আতিক)
বিকাশ পার্সোনাল- 01876386284 (রাফি)
রকেট - 01627522103 (হেদায়েত)
নগদ- 01627522103 (হেদায়েত)