সেন্টমার্টিনে ঢাবি শিক্ষার্থীদের ‘প্লাস্টিক দূষণ’ ক্যাম্পেইন

সেন্ট মার্টিনে ঢাবি শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণ ক্যাম্পেইন
সেন্ট মার্টিনে ঢাবি শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণ ক্যাম্পেইন  © সংগৃহীত

শিক্ষাসফরে সেন্ট মার্টিনে গিয়ে প্লাস্টিক দূষণ ক্যাম্পেইন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। ক্যাম্পেইন চলাকালে সেখান থেকে মাত্র ৩০ মিনিটে ৬৫ কেজি প্লাস্টিক সংগ্রহ করে সেগুলো রিসাইক্লিংয়ের কাজে ব্যবহারের জন্য টেকনাফে পাঠায় তারা।

গতকাল বুধবার সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম অংশের ৬০০ মিটার এলাকায় এই ক্যাম্পেইন চলে। এতে সহযোগিতা করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ ও ইউএনডিপি। এময় শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বন্য প্রাণী গবেষক মোহাম্মদ ফিরোজ জামান, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. আমিনুল ইসলাম ও মো. ফজলে রাব্বী।

আরও পড়ুন: কারিগরি বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ৭ ডিসেম্বর

শিক্ষার্থীরা জানায়, সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম অংশ থেকে ৩০ মিনিটে ৬৫ কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একবার ব্যবহার্য প্লাস্টিকসামগ্রী, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন খাদ্যদ্রব্য, নিত্যব্যবহার্য সামগ্রীর প্যাকেট ও পলিথিন ছিল। এ সময় প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি পর্যটক ও স্থানীয় মানুষকে প্লাস্টিক দূষণ বন্ধে সচেতন করা হয়। পরে সংগৃহীত প্লাস্টিকগুলো রিসাইক্লিংয়ের কাজে ব্যবহারের জন্য সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ ও ইউএনডিপির সহযোগিতায় টেকনাফে পাঠানো হয়।

কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। প্রশাসনিকভাবে দ্বীপটি কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নে গ্রাম আছে নয়টি। ১৩ বর্গকিলোমিটার আয়তন এই দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় ১২ হাজার। পর্যটকদের কাছে আকর্ষণীয় এ দ্বীপে রয়েছে দুই শতাধিক আবাসিক হোটেল, সরকারি ভবনসহ অন্তত ৩ হাজার বসতবাড়ি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence