ঢাবির সকল সনদ ফি এখন অনলাইনে

ঢাবি
ঢাবি   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সকল সনদ ফি এখন অনলাইনে দিতে পারবে ঢাবি শিক্ষার্থীরা। রবিবার(১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মতো প্রাক্তন শিক্ষার্থীরাও এখন থেকে সকল ফি অনলাইনে জমা দিতে পারবে। ডিজিটাল সেবা প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। 

ঢাবির বর্তমান শিক্ষার্থীদের মতো সাবেক শিক্ষার্থীরা তাদের সনদপত্র, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি অনলাইনে জমা দিতে পারবে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্র উন্মোচিত হলো এ উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে।

আরও পড়ুন: পাওয়ার পলিটিক্স নয়, রিসার্চ পলিটিক্সে গুরুত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

পাশাপাশি, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের শিক্ষার্থীরাও তাদের সনদপত্র, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি অনলাইনে প্রদান করার সেবাও চালু হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের শিক্ষার্থীদের  ফি অনলাইনে জমা নিতে প্রযুক্তিগত কাজ চলমান রয়েছে এবং অতিদ্রুত তা সম্পন্ন হবে।


সর্বশেষ সংবাদ