দরজা ভেঙে রাবি ছাত্রের মরদেহ উদ্ধার

০৮ অক্টোবর ২০২২, ০৭:৩০ PM
আসাদুজ্জামান নূর শিহাব

আসাদুজ্জামান নূর শিহাব © সংগৃহীত

আসাদুজ্জামান নূর শিহাব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১১টায় ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আসাদুজ্জামান শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফউজ্জামান বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিহাব নামে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর অকালমৃত্যুতে আমার শোকাহত।’

শিহাবের মৃত্যুর বিষয়ে তার চাচাতো ভাই মামুন বলেন, ‘শিহাব রাত ১০টার দিকে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন ঘটেছে এ বিষয়ে আমরা কেউ বলতে পারছি না। সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠে না। পরে বেলা ১১টার দিক ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ’

এটি অপমৃত্যু কি না এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘শিহাবের মৃত্যুর বিষয়ে আমরা অবগত ন‌ই। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কি না আমরা খোঁজ নেব। ’

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬