বাজেটে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কত বরাদ্দ?

১৭ মে ২০২২, ০৯:৪৭ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © ফাইল ছবি

দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য  ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৪ কোটি ৯৪ লাখ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪৫৬ কোটি ৭৫ লাখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৭৮ কোটি ৪৮ লাখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৭৯ কোটি ১৩ লাখ, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৫৯ কোটি ৬৯ লাখ, খুলনা বিশ্ববিদ্যালয় ১৪৮ কোটি ৮৮ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৫৯ কোটি ২ লাখ, নজরুল বিশ্ববিদ্যালয় ৫৯ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১১৪ কোটি ৯৫ লাখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ৪৭ কোটি ৪৩ লাখ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৮৬ লাখ ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৯৬ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে। 

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২২১ কোটি ৬৪ লাখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০ কোটি ৪ লাখ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৯ কোটি ৫৬ লাখ, চট্টগ্রাম  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ১৩ লাখ ও ডুয়েট ৮২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে। 

আরও পড়ুন: ৩১০টি আবেদন করেও শিক্ষক হতে পারছেন না ভারতী

কৃষি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৬৩ কোটি ১৬ লাখ, বঙ্গবন্ধু কৃষি ৮৪ কোটি ৫৮ লাখ টাকা, শেরে বাংলা কৃষি ১০৫ কোটি ৪১ লাখ, সিলেট কৃষি ৭১ কোটি ১ লাখ টাকা, খুলনা কৃষি ২১ কোটি ৭২ লাখ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালন বরাদ্দ বাবদ ৭ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছে। 

আর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ১৬২ কোটি ২৭ লাখ টাকা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ১০৮ কোটি ৭৫ লাখ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ৮২ কোটি ৬৭ লাখ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ৯৪ কোটি ৭২ লাখ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  ৮৯ কোটি ৮ লাখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ৮০ কোটি ৭০ লাখ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ৪৭ কোটি ৮০ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি ৫০ কোটি ৪৫ লাখ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি ১২ কোটি ৩৭ লাখ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি ১৭ কোটি ৪০ লাখ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৫ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে।  

চিকিৎসা বিষয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএসএমএমইউ ১৬৪ কোটি ৪৪ লাখ, চট্টগ্রাম মেডিকেল ৮ কোটি ৫১ লাখ, রাজশাহী মেডিকেল ১০ কোটি ২৮ লাখ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩ কোটি ৮৩  লাখ টাকা অর্থ বরাদ্দ পাচ্ছে।

এর বাইরে চট্টগ্রাম ভেটেরিনারি ৫২ কোটি ৮১ লাখ, টেক্সটাইল ৪২ কোটি ৭৪ লাখ, মেরিটাইম ৪৬ কোটি ৭৯ লাখ, বঙ্গবন্ধু ডিজিটাল ১২ কোটি ৯ লাখ ও অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় ৩২ কোটি ৩৮ লাখ টাকার পরিচালন বরাদ্দ পাচ্ছে।

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত, যা বলছে বিসি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের সম্মানে ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি দলে মোস্তাফিজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
এনসিপি’র আশুলিয়া উপজেলা সমন্বয় কমিটি গঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9