বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যা সুপারিশ করল ইউজিসি

২৬ মে ২০২১, ১০:৫২ AM
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় © লোগো

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে ১৪ মাসের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে হতাশা অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তুলতে শুরু করেছেন। এরমধ্যে সারাদেশে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই দাবির প্রতি সমর্থন রয়েছে শিক্ষকেরাও। এমন পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে দুটি সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সুপারিশের মধ্যে রয়েছে- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার আগে সব শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা অথবা রোস্টার করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া।

আরো পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসহ আজ যেসব ঘোষণা দিতে পারেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় খোলার সুপারিশ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান সংবাদমাধ্যমকে জানান, তারা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে দুটি মত দিয়েছেন। একটি হচ্ছে- সব শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া। এটা না পারলে রোস্টার করে অনুষদ বা বিভাগভিত্তিক শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দিনে বিশ্ববিদ্যালয় নিয়ে আসা।

তিনি জানান, এভাবে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হবে, তেমনি সব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের মধ্যে রাখা যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের বলেও জানান তিনি।

ইউজিসি সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের মধ্যে ১২০টি আবাসিক হলে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের সবাইকে করোনা টিকার আওতায় আনার প্রস্তাব করেছে মঞ্জুরি কমিশন। সম্ভব হলে আবাসিক-অনাবাসিক সবাইকে করোনা টিকার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬