অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্মকান্ড, ইউজিসির সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১০:২৬ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ১০:২৬ PM
নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ নামে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। এটি সরকারের অনুমোদনপ্রাপ্তও নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয়ে কমিশনের দৃষ্টিগোচর হলে বুধবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদেরও সর্তক থাকার পরামর্শ দিয়েছে ইউজিসি। এদিকে, বিজ্ঞপ্তি প্রকাশের একদিন পর আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউজিসি।
কমিশনের বেসকারি বিশ্ববিদ্যালয় বিভাগ পরিচালক মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয় হয়, তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, (বঙ্গবন্ধু সড়ক), সৈয়দপুর, নীলফামারী-এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) নামে জনৈক ব্যক্তি ১১-১২-২০১০ তারিখে জাতীয় দৈনিক করতােয়া ও সাপ্তাহিক আলাল পত্রিকায় নিয়ােগ বিজ্ঞপ্তি, ২০-১১-২০২০ তারিখে জাতীয় দৈনিক করতােয়া ও সাপ্তাহিক আলাপন পত্রিকায় অভিনন্দন বার্তা, সাইন বোর্ড ইত্যাদি প্রচার করা হয়েছে, যা সরকার ও কমিশনের দৃষ্টিগােচর হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনাে শিক্ষা প্রতি্ঠান শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে কখনােই অনুমােদন দেয়া হয়নি, এমনকি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও অনুমোদনের নিমিত্ত কোনাে প্রকল্প প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনে পাওয়া যায়নি।
“কাজেই, তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে বিভিন্ন সময়ে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তি, অভিনন্দন বার্তা, সাইন বােড, সামাজিক যােগাযােগ মাধ্যম ইত্যাদি আমলে না নেয়া এবং সর্বোপরি সতর্ক থাকার জন্য সকল বিভাগ/দপ্তর/বাংক/সংস্থাকে অনুরােধ করা হলো। একইসাথে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, চাকুরীপ্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতারিত না হওয়ার জনাও পরামর্শ দেয়া হলো।”