করোনা: ইউজিসির ২৫ পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২০, ০১:১২ PM , আপডেট: ০৫ মে ২০২০, ০১:১২ PM
প্রণঘাতী নভেল করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতে পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও পাবলিকেশন অফিসারসহ ২৫টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ মঙ্গলবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগের নিমিত্তে গত ২০ মার্চ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনপত্র জমা দেওয়ার সময় ১৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।
তবে বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ব্যাপক বিস্তার লাভ করছে। এমতাবস্থায়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।