তোমরা মরে গেলে আমি কিভাবে থাকব— চিঠি লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

২৯ জানুয়ারি ২০২০, ০৫:১২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাজিম হাওলাদার (১৩) নামে ষষ্ঠ শ্রেণিপড়য়া এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে বসতঘরের পেছনে একটি জাম্বুরা গাছে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে নাজিম।

আত্মহত্যার আগে সে পরিবারের কাছে একটি চিঠি লিখে যায়। চিঠিতে নাজিম লিখেছে ‘মা-বাবা আমি তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। কারণ তোমরা মরে গেলে আমি কিভাবে থাকব। আবদারটা রেখ আমার হাত থেকে দুই বার কোরআন শরিফ পড়ে গেছিল তাই কোনো গরিব ভিক্ষুককে ৫০ টাকা করে ১০০ টাকা দিও। হনুফা আপু, রাবেয়া আপু, রোকেয়া আপু তোরা মাকে দেখিস। তোরা মা-বাবার কাছে থাকিস। তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি কষ্ট নিস না’।

আত্মহত্যার খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে।নিহত নাজিম হাওলাদার উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের দিনমজুর এস্কান্দার হাওলাদারের ছেলে। সে উপজেলার পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছিল।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভাব-অনটন চলছিল নাজিমের পরিবারে। তার মা দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। দিনমজুর পিতার পক্ষে পরিবারের ভরণপোষণে কষ্ট হচ্ছিল। তিন বোন আর অসুস্থ মায়ের দুরাবস্থার মাঝে নাজিমের লেখাপড়া নিয়ে চরম হতাশায় সে আত্মহত্য করে।

মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যার আগে সে তার বাবার সাথে আসরের নামাজ আদায় করে। পরে পরিবারের কাছে চিঠি লিখে সে সকলের অগোচরে বসতঘরের পেছনে একটি জাম্বুরা গাছে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন গাছে নাজিমের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬