ইউসুফ আলী মোল্লা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। বুধবার প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিশনের জ্যেষ্ঠতম সদস্য হিসেবে প্রফেসর ইউসুফ ওই দায়িত্ব গ্রহণ করেন।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, প্রফেসর ইউসুফ আলী মোল্লা ২০১৫ সালের ২৮ মে বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
আরো পড়ুন: ঢাবির ভাইভা বোর্ড আমাকে বলেছিল— আপনি তো এখানে পড়েননি, আবেদন করেছেন কেন?