ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মারা গেছেন

১৯ মার্চ ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৫ PM
অধ্যাপক কাজী শহীদুল্লাহ

অধ্যাপক কাজী শহীদুল্লাহ © ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তার মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। গত ৫ আগস্ট সরকারের পট-পরিবর্তনের পর ওই মাসের ১১ তারিখে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

ড. কাজী শহীদুল্লাহ’র মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, সদস্যসহ সকল কর্মকর্তা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনসহ উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। 

তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক হারালো। এ গবেষকের মৃত্যুতে দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২য় মেয়াদে ২০২৩ মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। 

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে গত ৫ বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এবং উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, দুর্দান্ত হৃদয়ে ভেস্তে গেল নবিপুত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, আবেদন শেষ ১৫…
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে ফিলিং স্টেশনের কর্মচারী হত্যার প্রতিবাদে মানববন্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পদবী বদলে ফেললেন রোজা আহমেদ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত প্রার্থীর আপিল, আরও এক বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9