এবারের একুশে দুঃশাসনের বোঝা নেই: তানজীমউদ্দিন খান

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ইউজিসি

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ইউজিসি © সংগৃহীত

এবারের একুশে দুঃশাসনের বোঝা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে শহীদ মিনারের বেদিতে ইউজিসির পক্ষ থেকে পুস্পাস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউজিসি সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, এবারের একুশে দুঃশাসনের বোঝা নেই। এটাই নতুন একুশের তাৎপর্য। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪’র গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এ সময় তিনি রাজনীতিতে বিদ্বেষ ও উস্কানি পরিহার করে সহনশীলতার চর্চা করার আহবান জানান।

আরো পড়ুন: বাংলাদেশের মতো ডিগ্রিধারীর ঘনত্ব পৃথিবীর অন্য দেশে বিরল

কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, ২৪’র লড়াই বাক স্বাধীনতা, ঘুরে দাঁড়ানো এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন। এর মাধ্যমে রাজনৈতিক অনাচার থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি ২৪’র গণ অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণ করা, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহবান জানান।

এ সময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিব্বুল আহসান, কমিশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতা এবং ইউজিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage