ভূমিকম্পের সময় করণীয়

ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্পের সময় করণীয়  © সংগৃহীত

ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খুবই বিধ্বংসী একটি। ভূমিকম্প সাধারণত কোনো পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয়ে থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কে অনেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। রিকটার স্কেলে এর মাত্রা ৫.২ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু কবে কখন কোথায় ভূমিকম্প হবে, সেই পূর্বাভাস দেওয়া বিশেষজ্ঞদের পক্ষেও অসম্ভব কাজ। তবেভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা খুবই জরুরি।

পূর্বাভাস না পেলেও ভূমিকম্পের সময় বা আগে-পরে সবারই কিছু করণীয় রয়েছে। এ ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব রয়েছে। 

ভূমিকম্প কবে কখন কোথায় হবে, তা আগে থেকে জানা সম্ভব নয়। তবে এর সম্ভাব্য প্রস্তুতি হিসেবে আগে-পরে আপনার কিছু করণীয় রয়েছে।

* ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
* ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন। 
* রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। 
* বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। 
* শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। 
* ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। 
* গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন। 
* ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলাবালি শ্বাসনালিতে না ঢোকে। 
* একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। 
* ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে; তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। 
* কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। 
*গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন। 
* ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন। 
* বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন।

ভূমিকম্প চলাকালে

* নিজেকে ধীরস্থির ও শান্ত রাখুন।
* বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ করবেন না।
* একতলা ভবন হলে দ্রুত বাইরে চলে যান; বহুতল ভবনে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যান; কাচের জিনিস থেকে দূরে থাকুন; লিফট ব্যবহার করবেন না।
* উঁচু ভবনের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করবেন না; ভূমি ধসে পড়ার আশঙ্কা আছে এমন উঁচু ভূমি থেকে দূরে থাকুন। 

ভূমিকম্পের পরে

* ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধীরস্থির ও শৃঙ্খলাবদ্ধভাবে বের হোন। 
* রেডিও-টেলিভিশন থেকে জরুরি নির্দেশাবলি শুনুন এবং তা মেনে চলুন।
* বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইনে কোনো সমস্যা হয়েছে কি না, পরীক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিন।
* সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence