সারা দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ সেবার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করেও উন্নতমানের ভয়েস কল করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানায়, দেশব্যাপী ভিও ওয়াই-ফাই সেবা চালুর ফলে গ্রাহকেরা বাসা বা অফিসের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন কলিং সুবিধা পাবেন। বিশেষ করে উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের মতো যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে এই সেবা গ্রাহকদের জন্য কার্যকর ভূমিকা রাখবে।

বাংলালিংক জানায়, দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি চালু করা মোবাইল অপারেটর হিসেবে তারা গত সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ভিও ওয়াই-ফাই সেবা চালু করে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে সেবাটি চালিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে সেবার মান উন্নত করা হয়। এরই ধারাবাহিকতায় এখন সারা দেশে এই সেবা চালু করা হয়েছে।

ভিও ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে মোবাইল সিগন্যাল দুর্বল হলে কল স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হবে। অন্যান্য ক্ষেত্রে এটি প্রচলিত মোবাইল নেটওয়ার্কের ভয়েস কলের মতোই কাজ করবে। এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো অ্যাপ ডাউনলোড বা অতিরিক্ত অথেনটিকেশনের প্রয়োজন হবে না। একই সঙ্গে ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নে কল সুইচিং সম্ভব হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ভিও ওয়াই-ফাই প্রযুক্তি স্থান ও অবকাঠামোর সীমাবদ্ধতা দূর করে গ্রাহকদের জন্য স্পষ্ট ও উচ্চমানের কলিং সেবা নিশ্চিত করবে। তিনি বলেন, রাজধানী ঢাকা হোক কিংবা প্রত্যন্ত অঞ্চল—সব জায়গায় বাসা বা অফিসে গ্রাহকেরা নিরবচ্ছিন্ন কলিং সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রযুক্তি গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, আইএসপি এবং প্রযুক্তি অংশীদারদের মধ্যে সফল অংশীদারত্বের মাধ্যমেই দেশব্যাপী এ সেবা চালু করা সম্ভব হয়েছে। সম্মিলিত উদ্ভাবন ডিজিটাল প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে এবং গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়নে সহায়ক হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেল এবং নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে গ্রাহকেরা ভিও ওয়াই-ফাই কলিং সেবা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে সেবার পরিধি বাড়াতে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলালিংক। নতুন এই সেবা বাংলালিংকের এলটিই নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত অঞ্চলের সংযোগ আরও শক্তিশালী করবে।

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিসিবি সভাপতির সঙ্গে শিবিরের সেক্রেটারির সাক্ষাৎ
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় …
  • ০৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া–শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের
  • ০৯ জানুয়ারি ২০২৬
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9