ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার

২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ PM
ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার

ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার © সংগৃহীত

গুগল ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তাদের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার আর ব্যবহার করা যাবে না। আনুষ্ঠানিকভাবে এই ফিচার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বন্ধ হবে। প্রায় দেড় বছর আগে চালু হওয়া এই ফিচারের লক্ষ্য ছিল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কি না তা নজরদারি করা। ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম বা সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো তথ্য কোনো ডেটা লিক বা হ্যাকের ঘটনায় থাকলে ব্যবহারকারীকে সতর্ক করা হতো।

শুরুর দিকে অনেক ব্যবহারকারীর কাছে এটি উপকারী মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে অসন্তোষ দেখা দেয়। গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, টুলটি ঝুঁকি শনাক্ত করলেও করণীয় বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেয়নি। সোশ্যাল মিডিয়াতেও, বিশেষ করে রেডিটে, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর কী করতে হবে বোঝা যেত না। বেশির ভাগ ক্ষেত্রে শুধু পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ ছাড়া অন্য কোনো কার্যকর সমাধান পাওয়া যেত না।

এই কারণেই গুগল ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা এখন এমন নিরাপত্তা টুলে গুরুত্ব দিচ্ছে, যা ব্যবহারকারীদের আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপের নির্দেশনা দেয়।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, অনলাইন ঝুঁকি থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের কাজ চলবে। ডার্ক ওয়েবসহ বিভিন্ন হুমকির ওপর নজর রাখা হবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন ও উন্নত টুল তৈরি করা হবে।

ডার্ক ওয়েব রিপোর্টের পরিবর্তে ব্যবহারকারীদের ‘সিকিউরিটি চেকআপ’, ‘পাসওয়ার্ড ম্যানেজার’ এবং ‘পাসওয়ার্ড চেকআপ’ ফিচার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো যথাক্রমে অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি এবং ফাঁস হওয়া পাসওয়ার্ড সতর্কবার্তা দেয়।

গুগল জানিয়েছে, ডার্ক ওয়েব রিপোর্ট ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে আগেই জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট নাইনটু ফাইভ প্রথম এই তথ্য প্রকাশ করে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম ১৬ জানুয়ারি ২০২৬ থেকে বন্ধ হবে। এক মাস পর, ১৬ ফেব্রুয়ারি ফিচার পুরোপুরি বাতিল করা হবে এবং গুগলের সার্ভার থেকে সংশ্লিষ্ট সব তথ্য মুছে ফেলা হবে।

যারা আগেই নিজেদের তথ্য মুছে ফেলতে চান, তারা ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ অপশনে গিয়ে ‘এডিট মনিটরিং প্রোফাইল’ নির্বাচন করে ‘ডিলিট মনিটরিং প্রোফাইল’ অপশনের মাধ্যমে তথ্য মুছে ফেলতে পারবেন।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬