বাংলাদেশে স্টারলিংক: দামের চাপে টিকবে তো স্যাটেলাইট ইন্টারনেট?

১১ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
স্টারলিংক

স্টারলিংক © সংগৃহীত

বাংলাদেশে শিগগিরই স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংক। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপন ও কারিগরি সহায়তায় যুক্ত হয়েছে স্টারলিংকের সঙ্গে। রাজধানী ঢাকায় একাধিকবার এর সংযোগ ও গতি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

তবে প্রশ্ন উঠছে— প্রচলিত ব্রডব্যান্ড সেবার তুলনায় বেশি মূল্যের এই ইন্টারনেট সেবা বাংলাদেশের বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবে কি না?

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, সংযোগ পেতে হলে ব্যবহারকারীকে একটি কিট কিনতে হবে যার দাম প্রায় ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো। এছাড়া প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে ১২ থেকে ১৭ হাজার টাকা।

বর্তমানে দেশে ৫০০ থেকে ১২০০ টাকায় ৫-২০ এমবিপিএস গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়, যা প্রায় ১০ গুণ সস্তা স্টারলিংকের তুলনায়। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিএল) ১০ শতাংশ ব্যান্ডউইথ মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা স্টারলিংকের জন্য প্রতিযোগিতায় বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

স্টারলিংকের গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস, যা বাংলাদেশের গড় ব্রডব্যান্ড গতির (প্রায় ৫১ এমবিপিএস) চেয়ে অনেক বেশি। ঢাকায় পরীক্ষামূলক সংযোগে ডাউনলোড গতি পাওয়া গেছে ২৩০ এমবিপিএস পর্যন্ত। ফলে, গতি ও মানের দিক থেকে স্টারলিংক নির্ভরযোগ্য একটি অপশন— বিশেষ করে যেসব অঞ্চলে স্থলভিত্তিক সংযোগ দুর্বল।

বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের দাম তুলনামূলক বেশি হওয়ায় গ্রামীণ সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি ব্যবহারযোগ্য নয়। তবে আইটি কোম্পানি, কর্পোরেট হাউজ এবং সরকারি জরুরি সেবায় এটি অত্যন্ত কার্যকর হতে পারে।

বুয়েটের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্টারলিংক অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, তবে এটি বিকল্প হিসেবে ব্যবহৃত হওয়াই ভালো হবে। একে একমাত্র উৎস হিসেবে ভাবা ঠিক নয়।’

অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর জানান, “দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ হয়ত এর সুবিধা নিতে পারবে না। তবে যারা উন্নতমানের ইন্টারনেট চায়, তাদের জন্য এটি ভালো বিকল্প হবে।”

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, আফ্রিকার কিছু দেশে ১০ থেকে ৩০ ডলারে স্টারলিংক ইন্টারনেট সরবরাহ করছে। বাংলাদেশের মতো উদীয়মান বাজারেও শুরুতে এমন মূল্যে সেবা চালু করলে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে পারে এবং প্রতিযোগিতায় স্টারলিংক টিকেও থাকতে পারবে।

হজযাত্রীদের টিকা দেওয়া হবে যে ৮০ কেন্দ্র থেকে
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা নি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9