কারিগরি শিক্ষা বোর্ড
বোর্ড নির্ধারিত ফি নেওয়ার নির্দেশ, না মানলে ব্যবস্থা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ AM
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফরম পূরণ চলমান রয়েছে। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় সেই বাড়তি ফি শিক্ষার্থীদের ফেরত দিতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে— নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর বোর্ড জানিয়েছিল যে ২০২৬ সালের ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন পর্বের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারিত আছে, এবং কোনোভাবেই ‘এ‘ ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। তবুও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বোর্ডের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফরম পূরণের ক্ষেত্রে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ গ্রহণের সুযোগ নেই— এ বিষয়ে সবাইকে পুনরায় কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। যদি ইতোমধ্যে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিয়ে থাকে, তা দ্রুত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।