অজান্তে ডাউনলোড? অ্যাপের পরে ফোন যেতে পারে হ্যাকারদের দখলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

অনভিপ্রেত অ্যাপের মাধ্যমে হ্যাকার আপনার ফোনে সহজেই প্রবেশ করতে পারে। প্লে স্টোর বা অনলাইন থেকে মাঝেমধ্যেই নতুন অ্যাপ ডাউনলোড করে নেয়ার অভ্যাস ফোনে বড় সমস্যার কারণ হতে পারে; মোবাইল হ্যাং হওয়া, অতিরিক্ত গরম হওয়া এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া এসব তার লক্ষণ হতে পারে। এমন সমস্যায় প্রথমেই অ্যাপই সন্দেহ করুন।

অ্যাপ ডাউনলোড করার আগে পছন্দের উৎস—ট্রাস্টেড প্ল্যাটফর্ম ও অথরাইজড অ্যাপ স্টোর—নির্বাচন করুন। অপরিচিত ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের উৎস থেকে ডাউনলোড করা অ্যাপ অনেক সময় ম্যালওয়্যার বা ট্রয়ান ছড়িয়ে দেয়। ইনস্টল করার আগে অ্যাপ প্রস্তুতকারী সংস্থার নাম, রিভিউ এবং ডাউনলোড সংখ্যাও খতিয়ে দেখুন।

অ্যাপ ইনস্টল করার সময় প্রদত্ত পারমিশনগুলো ভাল করে দেখুন—কোন্ কোন তথ্য অ্যাক্সেস করছে তা যাচাই করুন। ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডিটেইল বা ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর চাইলে অতিরিক্ত সতর্ক হন। অনাকাঙ্ক্ষিত পারমিশন দেয়ার মাধ্যমে অ্যাপটি আপনার ফোনের কন্টেন্টে অনধিকারভাবে প্রবেশ করতে পারে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন, ফরওয়ার্ডেড লিংক বা মেসেজ থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন। এসব লিংক সাধারণত প্রতারণার ফাঁদ থাকে—ডাউনলোডের আগে ইউজার রেটিং, রিভিউ ও অ্যাপ-রেকর্ড ভালোভাবে দেখুন। যদি রিভিউয়ে সন্দেহজনক আচরণ বা ম্যালওয়্যার নির্দেশ পাওয়া যায়, তা ইনস্টল করা ঠিক হবে না।

আপনার ফোনে বিশ্বস্ত অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার রাখুন। এগুলো অননুমোদিত বা ম্যালিশিয়াস অ্যাপ চিহ্নিত করে সতর্কবার্তা দিয়ে সাহায্য করতে পারে এবং রিয়েল-টাইম সুরক্ষা প্রদান করে।

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্যান্য গ্রুপে কোনো অচেনা “নতুন কাজের সুযোগ” বা রিমোট অ্যাক্সেস টাইপের অ্যাপ ইনস্টল করার পরামর্শ পেলে সতর্ক হোন। বিশেষ করে কারও নির্দেশে রিমোট কন্ট্রোলের জন্য অ্যাপ ইনস্টল করলে প্রতারকরা দূর থেকে আপনার ফোন দখল করে নিতে পারে—এধরণের অনুরোধ এড়িয়ে চলাই উত্তম।

নিয়মিত ব্যবহার না করা অ্যাপগুলো আনইনস্টল করে দিন। অনাবশ্যক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থেকে ফোন স্লো করে দেয়, ব্যাটারি খায় এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। এছাড়া ফোন ও অ্যাপগুলোর আপডেট সক্রিয় রাখুন—নতুন সিকিউরিটি প্যাচ অনেক সময় কারণিক দুর্বলতা ক্ষতিপূরণ করে।

সতর্কতা অবলম্বন করলেই অনেকে প্রতারনা ও হ্যাকিং রোধ করা সম্ভব। অ্যাপ ডাউনলোড করার আগে একটু সময় নিয়ে উৎস, পারমিশন ও রিভিউ যাচাই করুন—এটাই আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখার সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি।


সর্বশেষ সংবাদ