প্লে স্টোরে সময় বাঁচাতে যে কৌশলে দ্রুত করতে পারেন অ্যাপ ডাউনলোড

গুগল প্লে স্টোর
গুগল প্লে স্টোর  © সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর হচ্ছে অ্যাপ ডাউনলোড, আপডেট ও ব্যবস্থাপনার প্রধান প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে সঙ্গে স্টোরটির ডিজাইন ও ফিচারে এসেছে নানা পরিবর্তন। এসব পরিবর্তনের কিছু যেমন উপকারী, তেমনি কিছু ব্যবহারকারীদের জন্য হয়ে উঠতে পারে বিরক্তিকরও। সময়ের সাথে গুগল স্টোরের নকশা ও কার্যকারিতায় নানা পরিবর্তন এনেছে।

তাই এটিকে করেছে আরও কার্যকর। তবে গত বছরের আগস্টে গুগল সার্চ বারের অবস্থান বদলে দেয় স্ক্রিনের উপরের দিক থেকে সরিয়ে নিয়ে যায় নিচের বটম বারে। এখন সেখানে একটি সার্চ বোতাম রাখা হয়েছে।

তবে এই অতিরিক্ত ট্যাপ এড়ানোর একটি সহজ ট্রিক রয়েছে, এটি অনেকেই জানেন না। প্লে স্টোরে প্রবেশ করার পর নেভিগেশন বারের মাঝখানে থাকা সার্চ বাটনে ‘দ্রুত পরপর দুইবার ট্যাপ করলেই’ সরাসরি সার্চ বক্স অ্যাক্টিভ হয়ে যায় এবং আপনি টাইপ করা শুরু করতে পারেন বাড়তি কোনো ধাপ ছাড়াই।

TDC (8)

এ ট্রিকটি কেবল অ্যাপ নয়, বরং গুগল প্লে স্টোরে থাকা সব ধরনের কনটেন্ট যেমন বই, মুভি ইত্যাদি সার্চের ক্ষেত্রেও কার্যকর।

এছাড়া, গুগল সম্প্রতি ‘Auto-open when ready’ নামের একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ইনস্টল হওয়া মাত্র অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যারা অ্যাপ ইনস্টল করে ব্যবহার করতে ভুলে যান, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি ফিচার।

অন্যদিকে, ‘Epic Games বনাম Google’ মামলার রায়ের পর গুগলের প্লে স্টোরে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা এসেছে। আদালতের আদেশে গুগলের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান হওয়ায় শিগগিরই Aptoide এবং TapTap-এর মতো বিকল্প অ্যাপ স্টোরগুলো প্লে স্টোরেই পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ