ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন কমানোর উপায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

ফেসবুকে অনেকের কাছে ঝামেলাপূর্ণ ফিচার মনে হয় “People You May Know”। হঠাৎ করে অচেনা মানুষের প্রোফাইল ভেসে ওঠা অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে সুখবর হলো, সেটিংসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও সম্পূর্ণভাবে বন্ধ করা যায় না, কিন্তু নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তি অনেকটাই কমে যাবে।

কম্পিউটার থেকে এটি বন্ধ করতে হলে ফেসবুক খুলে উপরের ডান পাশে থাকা Account আইকনে ক্লিক করতে হবে। এরপর Settings & privacy থেকে Settings নির্বাচন করতে হবে। বাম পাশের মেনু থেকে Notifications -এ গিয়ে People You May Know অপশন খুঁজে পাওয়া যাবে। এখান থেকে চাইলে Push, Email, SMS—সব ধরনের নোটিফিকেশন বন্ধ করা যায়।

মোবাইলে বন্ধ করার প্রক্রিয়াটিও প্রায় একই। ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে চাপতে হবে। তারপর Settings & privacy → Settings এ গিয়ে Notifications অপশনে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে People You May Know অপশনটি খুঁজে উপরের টগল বাটন বন্ধ করে দিতে হবে। একবার এটি বন্ধ করলে আর নোটিফিকেশন আসবে না।

তবে দুঃখজনক হলেও সত্যি, নিউজফিডে ভেসে ওঠা ফ্রেন্ড সাজেশন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। কেবল Hide people you may know অপশন ব্যবহার করে সাময়িকভাবে লুকানো যায়, যদিও কিছুদিন পর আবার নতুন সাজেশন দেখা দেবে।

ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব সাজেশন দেখায়—যেমন মিউচুয়াল ফ্রেন্ড, একই গ্রুপের সদস্য, ফোনের কনট্যাক্ট লিস্ট, কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, এমনকি আপনার লাইক, কমেন্ট বা লোকেশনও। তাই একেবারে এড়িয়ে যাওয়া সম্ভব না হলেও নোটিফিকেশন বন্ধ করলে অন্তত বিরক্তিকর অ্যালার্ট থেকে মুক্তি পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ