পাওয়ার ব্যাংকের ভুল ব্যবহার ডেকে আনতে পারে বিপদ

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © সংগৃহীত

আজকের দিনে স্মার্টফোন, স্মার্টওয়াচ কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ছাড়া জীবন প্রায় অচল। তবে অনেকেই চার্জ দেওয়ার বিষয়টি নিয়ে অসাবধান থাকেন। ফলে সকালবেলা অফিস বা ক্লাসে বেরিয়ে বুঝতে পারেন ফোনে চার্জ নেই, সঙ্গে চার্জারও আনেননি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভরসা করা হয় পাওয়ার ব্যাংকের উপর। কিন্তু এই ছোট ডিভাইসটি ভুলভাবে ব্যবহার করলে বা নিম্নমানের হলে তা মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে।

বর্তমানে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনা অহরহ শোনা যাচ্ছে। মূলত এতে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা অতিরিক্ত গরম হলে, শর্ট সার্কিট হলে বা ভেতরের তারে ত্রুটি থাকলে বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে। বাজারে অনেক ব্র্যান্ডবিহীন ও অস্বীকৃত মানের পাওয়ার ব্যাংক সস্তায় পাওয়া যায়, যেগুলোর মধ্যে প্রয়োজনীয় সার্কিট সুরক্ষা থাকে না। ফলে এগুলো অতিরিক্ত চার্জিং, গরম হওয়া বা শর্ট সার্কিটের সময় ভয়াবহ ঝুঁকি তৈরি করে।

শুধু তাই নয়, দীর্ঘ সময় রোদে বা আর্দ্র পরিবেশে রাখলেও পাওয়ার ব্যাংকের ব্যাটারিতে রাসায়নিক প্রতিক্রিয়া বেড়ে যায়, যা বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অনেকেই আবার একই চার্জিং কেবল দিয়ে ফোন ও পাওয়ার ব্যাংক একসঙ্গে চার্জ করেন; এটা একটি বড় ভুল। এতে ফোন নষ্ট হওয়ার পাশাপাশি পাওয়ার ব্যাংকের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।

তাই পাওয়ার ব্যাংক ব্যবহারে সচেতনতা অত্যন্ত জরুরি। মানসম্মত ব্র্যান্ড বাছাই করা, অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রাখা, একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ না দেওয়া এবং রোদ-আর্দ্রতা থেকে দূরে রাখা; এসব অভ্যাস গড়ে তুললে এ ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence