বিসিএস ক্যাডার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিদ্ধান্ত স্বাগত জানাল ট্রেড ইনস্ট্রাক্টর ফোরাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ PM
বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান হিসেবে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন ট্রেড ইনস্ট্রাক্টর ফোরাম। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় সংগঠনটি।
ট্রেড ইনস্ট্রাক্টর ফোরামের আহবায়ক কারিগরি শিক্ষক নেতা মো. রাশেদ মোশারফ, সদস্য সচিব কামরুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মুরছালিন হকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বেসরকারি স্কুলের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগের সুযোগ রাখায় অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ নীতিমালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে অনিয়ম সেটি বন্ধ করতে হলে বিসিএস শিক্ষা ক্যাডারদের প্রধান হিসেবে নিয়োগ দিতে। বিসিএস ক্যাডাররা প্রতিষ্ঠান প্রধান হলে স্কুলে শিক্ষার মান উন্নত হবে। ফলে দ্রুত নীতিমালা অনুযায়ী বিসিএস শিক্ষা ক্যাডারদের প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে।