দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৪১০ শিক্ষকের শুভেচ্ছা বার্তা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রগতিশীল ৪১০ শিক্ষক শুভেচ্ছা জানিয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‌‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব। হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়- সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক ঐক্যের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত। সার্বজনীন এ উৎসবের সাথে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সাম্প্রতিক সময়ে চলমান মব সন্ত্রাস আমাদের মূল্যবোধ, সহনশীলতা, মানবতাবোধের বন্ধন ও বাংলাদেশের সামাজিক ঐতিহ্যকে ভয়ংকরভাবে ক্ষতবিক্ষত করেছে। ফলে বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির চিরকালীন ঐতিহ্য আজ হুমকির মুখে।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

শুভেচ্ছা বার্তায় শিক্ষকরা বলেন, ‘আমরা হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই বিশ্বাসে উজ্জীবিত হয়ে সবাই সুদীর্ঘকালের ঐতিহ্য ধরে একসঙ্গে উৎসব পালন করে আসছে। বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বহু মত পথ, ধর্মীয় বিশ্বাস ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংমিশ্রণে সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং জাতি বর্ণ ধর্মভেদে বাঙালি নারীর সম্মান বিসর্জনের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনা, বহুত্ববাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের আবাসভূমি।’

তারা বলেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের প্রগতিশীল শিক্ষকবৃন্দ, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, দুর্গাপূজার এই উৎসব শুভবোধ, ন্যায় ও সৌন্দর্যের জয়গান গেয়ে সকল প্রকার অন্ধকার ও কুসংস্কারের বিরুদ্ধে এক আলোর বার্তা নিয়ে আসুক।’

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9