ইউটিএল’র নেতৃত্বে অধ্যাপক আতাউর-অধ্যাপক বিলাল, আহ্বায়ক কমিটিতে আরও যারা আছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় এক অনুষ্ঠানে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে এই অনুষ্ঠানে ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) যুগ্ন আহ্বায়করা হলেন, ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. এস. মুনিরা আহসান; ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর মোর্শেদ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার; বুয়েটের যান্ত্রিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রাজ্জাক; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম;
সদস্যরা হলেন, ঢাবির আরবি বিভাগের অধ্যাপক ড. জুবায়ের এহসানুল হক; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী বারকাত আলী।
ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কোষাধ্যক্ষ হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন মুন্না।
কমিটির যুগ্ম সদস্য সচিবরা হলেন, ঢাবির আরবি বিভাগের ড. মো. রফিকুল ইসলাম; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগ ড. মো. মিজানুর রহমান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইএমএলের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিএসসি বিভাগের অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ; ঢাবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. আরিফুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন, ঢাবির গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান; ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন রোকন; জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনজুরে এলাহী; ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব কায়সার; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন; সাস্টের স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. শহিদুল হক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক; কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. খ. হ. ম. নাজমুল হোসেন নাজির; বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের ড. নাহিদুজ্জামান সাজ্জাদ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের পরিচালক অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন ইমন।
চবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাসুম; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. আবু তালেব; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শামসুজ্জামান রাজীব; খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী; ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন; ইবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিননাতুল করিম আকন্দ; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ড. মোহাম্মদ জিয়াউল হক; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুল করিম।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের ড. মাহমুদুল হাসান খান; ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু তৈয়ব; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েল বাংলা ভাষা বিভাগ মো. গোলাম রাব্বানী; চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুস আহমেদ; হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. সয়াবুর রহমান; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জামান; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলী করিম; নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. জুবায়ের আহমেদ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস মার্কেটিং বিভাগের ড. মো. জাহেদুল আলম; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরফুদ্দিন; এশিয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম; চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাহার হোসেন; ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগ ড. সাদিয়া আফরিন শর্ণা; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ড. মো. মাহাদি হাসান; ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি ও হিউম্যানিটিজ বিভাগের ড. মো. মিজানুর রহমান; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।