কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

১৫ জানুয়ারি ২০১৯, ০৬:২০ PM
সভাপতি ড. মো. শামীমুল ইসলাম (বামে)  সম্পাদক ড. কাজী ওমর সিদ্দিকী

সভাপতি ড. মো. শামীমুল ইসলাম (বামে) সম্পাদক ড. কাজী ওমর সিদ্দিকী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীমুল ইসলাম সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেল চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মু. আমিনুল ইসলাম আকন্দ।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ- সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: জিয়া উদ্দিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, কার্যকরী সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের ড. সজল চন্দ্র মজুমদার, অর্থনীতি বিভাগের ড. স্বপন চন্দ্র মজুমদার, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার, আইসিটি বিভাগের মো. মেহেদী হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস।

এছাড়া নির্বাচনে একক প্রার্থী হিসেবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ নির্বাচিত হন। 

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬