‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এনটিআরসিএ’র কার্যালয় অবরুদ্ধ থাকবে’

২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
এনটিআরসিএ’র সামনে ১-১২তম নিবন্ধনধারীরা

এনটিআরসিএ’র সামনে ১-১২তম নিবন্ধনধারীরা © সংগৃহীত

১ম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মাধ্যমে শূন্য পদ পূরণ না করা এবং চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিবন্ধনধারীরা।

রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রার্থীরা এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেছেন।

জানতে চাইলে এনটিআরসিএ নিবন্ধিত ১-১২তম নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক আমির আসহাব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বৈষম্যের শিকার ও সিস্টেম-দুর্নীতিতে নিয়োগ বঞ্চিত ১-১২তম ব্যাচে উত্তীর্ণ নিয়োগযোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেজ পৃথক করে নিয়োগ দিতে হবে। এসব দাবিতে আমাদের কর্মসূচি চলছে।’

কর্মসূচি স্থগিত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা রাতে এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে অবস্থান করছি না। তবে আগামীকাল সকাল ৭টা থেকে আবারও এনটিআরসিএ’র সামনে অবস্থান ও অবরোধ কর্মসূচি শুরু হবে।

এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘আমাদের এ বিষয়ে কোনো করণীয় নেই। যদি কোনো কিছু করার থাকে সেটা মন্ত্রণালয় করতে পারবে। মন্ত্রণালয় নির্দেশনা না দিলে আমাদের কিছু করার সুযোগ নেই।’

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage