শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

০৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৯ PM
শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা। © টিডিসি ফটো

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে তা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় ফেডারেশনের নেতাকর্মীরা এ আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার সমর্থিত শিক্ষকদের সংগঠন
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) কেন্দ্রীয় সভাপতি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সাজিদুল ইসলাম, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান, ওবায়দুল্লাহ, তেলোয়াত হোসাইন, হরিচাদ মণ্ডল সুমন, হারুন অর রশীডদ, নারায়ণ চন্দ্র দাস, শাহজাহান খান ও মওলানা সামসুল আলম প্রমুখ।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬