জাতীয়করণের আশ্বাস না পেলে ১ আগস্ট থেকে আমরণ অনশন

প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকরা
প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকরা  © ফাইল ফটো

৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে পহেলা আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। 

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি।  প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ মিনিটের কথা বলতে চাই। সেই পাঁচ মিনিটের সাক্ষাৎ যদি আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে না পাই, বা আমাদের নির্দেশনা দিয়ে শ্রেণীকক্ষে ফেরত না নিলে আগামী ১ আগস্ট থেকে আমরা কাফনের কাপড় পরে প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব।

তিনি আরও বলেন, ওইদিন সকাল ৯টায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের কর্মসূচি শুরু করব।

বিটিএ’র সাধারণ সম্পাদক বলেন, আমাদের কথা একটাই - প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। যতদিন লাগুক আমরা এখানে থাকব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence