গুগলে ডাক পেলেন বাংলাদেশি আদ্রীকা

০৯ মে ২০২২, ০৮:৫৫ AM
আদ্রীকা খান

আদ্রীকা খান © সংগৃহীত

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আদ্রীকা খান। বরিশাল জেলার বাবুগঞ্জের আলী আকবর খান ও মুনিরা সুলতানার কনিষ্ঠ কন্যা আদ্রীকা বর্তমানে যুক্তরাষ্ট্রেই হেডস্টর্ম নামে একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি স্থানীয় একটি কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবেও কাজ করেছেন।

গত ৩ মে তিনি গুগল থেকে চাকরির প্রস্তাব পান। আদ্রীকা লেখাপড়া করেছেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে। ২০১৬ সালে ‘ও’ লেভেল (এসএসসি) পাস করেন এবং অ্যাডিশনাল ম্যাথে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন। ২০১৮ সালে ‘এ’ লেভেল পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস এট দাল্লাস থেকে ২০২১ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন।

আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে ছাত্রলীগ: সাদ্দাম

80001764_798215107269365_285382086984990720_n

আদ্রীকার বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। তার মা মুনিরা সুলতানা একজন গৃহিণী। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তারা। তাদের বড় মেয়ে চিকিৎসক। মেজো মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে। ছোট মেয়ে গুগলে চাকরি পেয়েছে।

আদ্রীকার বাবা আলী আকবর গণমাধ্যমকে বলেছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬