সামাজিকমাধ্যমে ডা. তাসনিম জারার ফলোয়ার ৪০ লাখ ছাড়াল

ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা  © স্ক্রিনশট

৪০ লাখ ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা। আজ শনিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন অনলাইনে। সার্চ দিলে যে উত্তর পাওয়া যায় তার অনেক তথ্যই বিজ্ঞানসম্মত নয়। সবচেয়ে আশঙ্কার বিষয় হল এসব জায়গায় ভালো কিছু পরামর্শের সাথে অবৈজ্ঞানিক কিছু মনগড়া কথা জুড়ে দেয়া। সাধারণ মানুষের পক্ষে অবৈজ্ঞানিক অংশটুকু ধরা সম্ভব হয় না। এতে হয় শারীরিক ও আর্থিক ক্ষতি। এই সমস্যার সমাধান করতে আমরা এভিডেন্স-বেজড অর্থাৎ প্রমাণ ভিত্তিক ভিডিও করা শুরু করি। ইউটিউবে আমাদের ফলোয়ারের সংখ্যা এখন ১২ লক্ষের বেশি। ফেসবুক, ইউটিউব ও টিকটক মিলিয়ে আমাদের ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষের বেশি। গত সপ্তাহে ইউটিউব এই গোল্ড প্লে বাটনটি পাঠিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence