ফয়সল হোসেন চৌধুরী © সংগৃহিত
বাঙালি ও বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো স্কটল্যান্ডের সংসদে এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হয়েছেন ফয়সল হোসেন চৌধুরী। দেশটির শক্তিশালী রাজনৈতিক দল স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান এলাকার এমএসপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিড নীতিমালার কারণে এবারের ভোট গণনা শুরু হয় পরদিন শুক্রবার সকাল ৯টায়। শনিবার রাতে গণনা সম্পন্ন হলে, রাতে ফলাফল ঘোষণা দেন রিটানিং অফিসার।
ফয়সল হোসেন চৌধুরীর জয়ের খবরে স্কটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে আনন্দের জোয়ার। ফয়লের বাড়ি হবিগঞ্জে। তিনি একজন সফল ব্যবসায়ী।
এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’ এর সমন্বয়কারী ছিলেন তিনি।