তুরস্কের ইরাসমাস প্লাস প্রোগ্রামে সুযোগ পেলেন খুবির মেহেদী

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
খুবি উপাচার্যসহ অন্যদের সঙ্গে মেহেদী হাসান

খুবি উপাচার্যসহ অন্যদের সঙ্গে মেহেদী হাসান © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থী মেহেদী হাসান তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস প্লাস এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় অধ্যয়নের সুযোগ পেয়েছেন। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় উভয় বিশ্ববিদ্যালয় ইরাসমাস প্লাস প্রকল্পের মাধ্যমে সংযুক্ত রয়েছে। এ প্রোগ্রামের অধীনে শিক্ষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ পাচ্ছেন।

খুবি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিস (আইআরও) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থী মনোনয়নের জন্য আহবান জানায়। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করে এবং কঠোর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থী মেহেদী হাসানকে মনোনীত করে। 

পরবর্তীতে আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের আইআরও টিম এ মনোনয়নকে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে মেহেদী হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে ইরাসমাস প্লাস প্রকল্পের আওতায় আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পান। আজ শুক্রবার তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন।

তার এই সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান শিক্ষার্থী মেহেদী হাসানকে শুভেচ্ছা জানান। উপাচার্য বলেন, ‘আমরা চাই এ ধরনের আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামে নিয়মিত অংশ নিতে, যা আমাদের আন্তর্জাতিক সুখ্যাতি বৃদ্ধি করবে এবং অ্যাকাডেমিক উৎকর্ষের মাধ্যমে আমরা বৈশ্বিক পরিমণ্ডলে অবদান রাখতে পারব।’ 

তিনি মেহেদী হাসানের প্রশংসা করে বলেন, ‘তুমি এখন আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দূত। তোমার সাফল্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করবে যে, উন্নয়নশীল বিশ্বে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় কীভাবে উৎকৃষ্ট মানের গ্র্যাজুয়েট তৈরি করছে।’ তার এ অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন: রাবিতে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন ১০৩ শিক্ষার্থীর

খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিতে আমরা কাজ করে যাচ্ছি। মেহেদী হাসানের এই সুযোগ তার শিক্ষাজীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং আশা করি ভবিষ্যতে আরও শিক্ষার্থী এ ধরনের সুযোগ পাবে।’

তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহবান জানান। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নেওয়া যেকোনো আন্তর্জাতিক কোলাবরেশনে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, সিলেকশন কমিটির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এমওইউ’র অন্যতম উদ্যোক্তা, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9