তিন বন্ধুর ডিজিটাল মার্কেটিং সেবা ‘ডিজিটোনিকা’

‘ডিজিটোনিকা’র প্রতিষ্ঠাতা আল-আমিন কাজী, সুমন বাবু এবং রায়হান হাওলাদার
‘ডিজিটোনিকা’র প্রতিষ্ঠাতা আল-আমিন কাজী, সুমন বাবু এবং রায়হান হাওলাদার  © টিডিসি ফটো

বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং খাতে নতুন এক দিগন্তের সূচনা করেছে ‘ডিজিটোনিকা’ (Digitonica)। তিন তরুণ উদ্যোক্তার হাত ধরে ২০২৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যা ইতোমধ্যে দেশের অন্যতম বিশ্বস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে পরিচিতি পেয়েছে। ‘ডিজিটোনিকা’র প্রতিষ্ঠাতা আল-আমিন কাজী, সুমন বাবু এবং রায়হান হাওলাদার। 

আল-আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, সুমন বাবু ন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ও রায়হান হাওলাদার একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত। 

তারা নিজেদের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। ঢাকার লালবাগে অবস্থিত অফিস এবং দক্ষ ১০ সদস্যের টিম নিয়ে তারা এখন পর্যন্ত ৫ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করেছেন।

Digitonica-এর সেবা ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। তাদের সেবার মধ্যে রয়েছে ফেসবুক ও গুগল অ্যাডভারটাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও মোশন ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট। এই সেবাগুলো অনেক ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তাদের পণ্য ও সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কাজী বলেন, বাংলাদেশের ই-কমার্স খাত দিন দিন বড় হচ্ছে। তবে সঠিক মার্কেটিং সেবা না পাওয়ায় অনেক ব্যবসায়ী তাদের প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারছেন না। আমরা সেই ঘাটতি পূরণ করতে Digitonica শুরু করেছি। তরুণদের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি এই উদ্যোগ দেশের ব্যবসায়ীদের জন্য আধুনিক প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এসেছে। 

তিনি আরো বলেন, Digitonica-এর মতো উদ্যোগ প্রমাণ করে যে, সৃজনশীল চিন্তা, কঠোর পরিশ্রম এবং একটি কার্যকর পরিকল্পনা কীভাবে দেশের ডিজিটাল বিপ্লবে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Digitonica-এর কার্যকারিতা সম্পর্কে সহ-প্রতিষ্ঠাতা সুমন বাবু বলেন, আমাদের সেবার মাধ্যমে অনেক উদ্যোক্তা তাদের মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকার বিক্রয় থেকে ২০ থেকে ৩০ লাখ টাকার ব্যবসায় উন্নীত হয়েছেন। তাদের এই সাফল্যই আমাদের কাজের অনুপ্রেরণা।

তিনি আরো বলেন, Digitonica শুধু একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নয়, এটি তরুণদের জন্য এক অনুপ্রেরণার গল্প। দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এবং স্থানীয় ব্যবসায়ীদের বৈশ্বিক মানের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে তারা আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা করছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে ডিজিটাল মার্কেটিং সেবা পৌঁছে দেওয়া যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence