সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানে দ্বিতীয় রাব্বি, সাফল্য পেয়েছেন গুচ্ছেও

মোহাম্মদ গোলাম রাব্বি
মোহাম্মদ গোলাম রাব্বি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২য় হয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

রাব্বি ২০২১ সালে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও ঢাকা থেকে মাধ্যমিক এবং ২০২৩ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৪২ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর তিনি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৭৬৯তম মেরিট লিস্ট অর্জন করেন। রাব্বি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২য় স্থান অধিকার করেন।

মোহাম্মদ গোলাম রাব্বি বলেন, সাত কলেজে ২য় হলেও আমি ভর্তি হতে চাই বিশ্ববিদ্যালয়ে। আমার তেমন পরিকল্পনা নেই তবে ধাপে ধাপে আগাতে চাই। গুচ্ছে হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি হবো। কারণ পরিবারের আর্থিক অবস্থা এবং বাসায় পড়ার পরিবেশ নেই তাই নরমাল একটি বিষয় হলেই চলবে। জগ্নানাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট আসুক ভর্তি হবো, না আসলে ঢাকা কলেজে। যেহেতু নরমাল সাবজেক্ট পড়ার ইচ্ছা হাতের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেলে তো আর ছাড়া যায় না। 

তার এ সফলতা কাকে উৎসর্গ করতে চান জানতে চাইলে তিনি বলেন, আমার বাবাকে। কারণ বাবা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। 

তার এ সফলতায় উচ্ছ্বসিত সহপাঠী এবং শিক্ষকরা। তারা বলছেন মোহাম্মদ গোলাম রাব্বি খুব ভালো ছেলে, সে প্রচুর পড়াশোনা করত এবং খুব পরিশ্রমী। ক্লাসের পড়ায় তার খুব মনোযোগ ছিল এবং বাড়ির কাজ দিলে নিয়মিত জমা দিতো। 

সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছিল ২৩ হাজার ৭৮৯টি। মঙ্গলবার (১৪ মে) সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence