আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো ডাক্তার নেই: মেডিকেলে প্রথম মুনতাকা

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
বাবা-মায়ের সঙ্গে তানজিম মুনতাকা সর্বা

বাবা-মায়ের সঙ্গে তানজিম মুনতাকা সর্বা © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।

মেডিকেলে প্রথম হয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম মুনতাকা। তিনি জানিয়েছেন, মেডিকেলে চান্স পাওয়ার মাধ্যমে তিনি তার আত্মীয়-স্বজনদের মধ্যে প্রথম ডাক্তার হতে চলেছেন। এর আগে তার নিকটাত্মীয়দের মধ্যে কোনো ডাক্তার ছিলেন না।

তানজিম মুনতাকা সর্বা রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। পরীক্ষায় তানজিম মুনতাকা সর্বোচ্চ নম্বর ৯২.৫ পেয়ে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন।

তিনি বলেন, আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে আমি প্রথম ডাক্তার হতে যাচ্ছি। আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ ডাক্তার নেই। ডাক্তার হতে চাওয়ার এটাও একটি অন্যতম কারণ। এছাড়া ডাক্তার হওয়ার জন্য আমার শিক্ষকরাও পরামর্শ দিতেন। তাদের পরামর্শেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা জেগেছে। যদিও এর আগে অন্যভাবনা ছিল। এমবিবিএস শেষ হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবো কোনো বিষয়ে ডাক্তার হবো।

তানজিম সর্বার এমন সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যেও আনন্দ বিরাজ করছে। বাবা আব্দুর রহমান বলেন, মেয়ের এমন সফলতায় আমি খুবই আনন্দিত। তার পড়াশোনা দেখে মনে হতো সে অনেক ভালো করবে। তবে দেশসেরা হয়ে যাবে এটা কল্পনাও করিনি। 

মা জিনিয়া শারমিন বলেন, আমার তো এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার সন্তান মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এটা সত্যিই কল্পনার বাইরে ছিল।

এর আগে এদিন ফলাফল ঘোষণার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯,৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩%।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় বাইক সার্ভিস দেবে ছাত্রদল
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট সংলগ্ন ফ্লাইওভারে রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‎বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, আটক ৫
  • ২৪ জানুয়ারি ২০২৬