অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য যে বার্তা দিলো জার্মান দূতাবাস

জার্মান পতাকা
জার্মান পতাকা   © সংগৃহীত

জার্মানির শিক্ষার্থী ভিসার অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়। 

দূতাবাস জানায়, অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নিজ দায়িত্বে নিজেদের রেফারেন্স নম্বর সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ভিসা–সংক্রান্ত নথিপত্র হালনাগাদ করতে হবে।

দূতাবাস আরও স্পষ্ট জানিয়েছে, শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে পাঠানো অনুরোধেরও কোনো উত্তর দেওয়া হবে না। 

আরও পড়ুন: সীমান্তে নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবল সংকট ও দূতাবাসের সাংগঠনিক কাঠামোর কারণে পৃথকভাবে কারও প্রয়োজন অনুযায়ী সাড়া দেওয়া সম্ভব নয়।

এর আগে চলতি বছরের ১২ মার্চ জার্মান রাষ্ট্রদূত তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানান, বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির শিক্ষার্থী ভিসার অপেক্ষায় রয়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন।

রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫ জন, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ জন এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত নতুনভাবে আরও ৮ হাজার ৭৬২ জন আবেদন জমা দিয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে ৭৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী জার্মানির শিক্ষার্থী ভিসার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তবে এ বিষয়ে এখনো জার্মান দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!