ভারতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘স্পট অ্যাডমিশন এক্সপো-২০১৮’। রাজধানীর ফার্মগেটস্থ দ্য ফ্লামেনকো কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলা আগামী ২৯ ও ৩০জুন অনুষ্ঠিত হবে। ভারতীয় হাই কমিশনে সহযোগিতায় মেলা আয়োজনের সামগ্রিক দায়িত্বে রয়েছে ‘ইন্ডিয়াএডুকেট’।
সূত্র জানায়, মেলার মাধ্যমে ভারতে শিক্ষাগ্রহণে আগ্রহীরা সরাসরি ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে বৃত্তিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন তারা। ভর্তির জন্য শিক্ষার্থীদের সকল শিক্ষা সনদ, পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজাদি ফাইলে করে সাথে নিয়ে যেতে হবে। মেলায় প্রবেশের জন্য কোনো প্রয়োজন হবে না। তবে মেলায় প্রবেশকালীন ব্যাগ সাথে রাখা যাবে না।
মেলায় ভারতের কেআইআইটি, ভাল টেক, মানভ রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টেগ্রাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি, জ্যাইন ইউনিভার্সিটি, কাযীরাঙ্গা ইউনিভার্সিটি, মিনাক্ষী পাবলিক স্কুল, মীনাক্ষী ওয়ার্ল্ড স্কুল এবং সাসাপফিয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অংশগ্রহণ করার কথা রয়েছে। মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য ইন্ডিয়া এডুকেটের ফেসবুক পেজ থেকে জানা যাবে।
প্রসঙ্গত, একই মেলা আগামী ০২ ও ০৩ জুলাই বন্দরনগরী চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিইউ’তে অনুষ্ঠিত হবে।