ফুল-কলম নিয়ে আজও ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২২, ০১:৩৪ PM , আপডেট: ০৪ জুন ২০২২, ০১:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে খ-ইউনিটে ভর্তি পরীক্ষার্থীদের বরণ করে নিতে আজ শনিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ছিল ছাত্রদল।
তবে আজ তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়নি এবং ছাত্রলীগও তাদের কোনো বাধা দেয়নি।
এর আগে, সকাল ১১টায় ঢাবি ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে খ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
পরীক্ষা শেষে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ভর্তিচ্ছুদের বরণ করে নেয়। এ সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলকে পাশাপাশি অবস্থানে থেকে ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে বরণ করে নিতে দেখা গেছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ তুলে দেয় আগ্নেয়াস্ত্র আর হকিস্টিক, ছাত্রদল শিক্ষার্থীদেরকে দেয় কলম আর রজনীগন্ধার স্টিক। আতংক নয়, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, ছাত্রলীগের নির্যাতনের মুখেও ফুল কলম আমাদের উপহার।