সাংবাদিককে পিটিয়ে মোবাইল ছিনতাই করেছে ঢাবি ছাত্রলীগ কর্মীরা (ভিডিও)

 আহত সাংবাদিক আবির
আহত সাংবাদিক আবির   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় সাংবাদিককে পিটিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় ওই সাংবাদিককে ছাত্রলীগের কর্মীরা বেধড়ক মারধর করে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ছাত্রদল। তখন তাদের ওপর ছাত্রলীগ হামলা করলে সংঘর্ষ শুরু হয়।

আহত ওই সাংবাদিকের নাম আবির আহমেদ (২৭)। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া)।

সাংবাদিক আবির আহমেদ জানান, হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন সময়ে তিনি লাইভে ছিলেন তিনি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে তার ফোন ছিনিয়ে নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাংবাদিক আবিরকে ছাত্রদলের তকমা দিয়ে পেটান ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ ব্যাপারে ঢাবি প্রক্টর ড. অধ্যাপক এ কে এম গোলাপ রব্বানী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এটা কোনভাবেই কাম্য হতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।