ছাত্রলীগের ধস্তাধস্তি © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মে) বেলা ৩টার দিকে ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা শেষে নেতাকর্মরীরা টিএসসি’র গেট দিয়ে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে লিপ্ত হন।
প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রলীগ কর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসি’র গেটের সামনে এস এম হল ও জহুরুল হক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে হলের সিনিয়র নেতারা তাদের শান্ত করেন।
বিস্তারিত আসছে...