ছাত্রদল সভাপতির ওপর পুলিশি হামলার অভিযোগ, দুই নেতা আটক

২১ মে ২০২২, ০৯:০৬ AM
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ © ফাইল ছবি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পুলিশি হামলার অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাকে গ্রেফতার করতে না পেরে সেখান থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে মারধর করে এবং আটক করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার (২০ মে) রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানান, রাতে ধানমণ্ডি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এ সময় সাত-আটজন সাদা পোশাকের পুলিশ তার প্যান্টের বেল্ট ধরে টেনে নিয়ে যেতে চায়। তাদের সঙ্গে দুই গাড়ি পুলিশ ছিল। তখন উপস্থিত ৪৫-৫০ জন নেতাকর্মীসহ সভাপতির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করতে না পেরে সেখান থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে মারধর করে এবং আটক করে নিয়ে যায় পুলিশ। জানামতে আটক হওয়া দুই ছাত্রদল নেতা ধানমন্ডি থানায় আছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, এ ফ্যাসিস্ট সরকার ছাত্রদলের নবগঠিত কমিটিকে ভয় পায়। তারা বুঝতে পেরেছে এ কমিটির নেতৃত্বেই তাদের পতন অপেক্ষা করছে। তাই তারা কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, হামলার জবাব ছাত্রদল রাজপথেই দেবে।

এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের চলতি দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতির ওপর অযাচিত পুলিশি হামলা, সেখান থেকে আটক দুই ছাত্রনেতার মুক্তি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের গুলশান থানা শাখার সদস্য নিখোঁজ আশরাফুল আলম জাসামের সন্ধান চাওয়া সংক্রান্ত বিষয়ে শনিবার (২১ মে) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9