সরকার প্রশাসনের দায়িত্বহীনতার জন্যই শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ

১৯ এপ্রিল ২০২২, ০৯:২৬ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট © টিডিসি ফটো

সরকার প্রশাসনের দায়িত্বহীনতার জন্যই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্য সংঘর্ষ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, গত মধ্যরাত থেকে ১৭ ঘন্টা ধরে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের ব্যবসায়িদের মধ্যে যে সংঘর্ষ ঘটছে, তা অনভিপ্রেত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিয়মিতভাবে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনা ঘটার পরও সরকার ও প্রশাসনের দায়িত্বহীনতার কারণে এই ঘটনা ঘটে চলেছে, আর এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রত্যেকবারই এই ঘটনার সূত্রপাত হয় ঢাকা কলেজ ছাত্রলীগের চাঁদাবাজি অথবা দোকানদারদের দুর্ব্যবহারের কারণে। কিন্তু স্বার্থান্বেষী এই ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থের দ্বন্দ্ব সংঘাতের ফলে সবসময়ই ভুক্তভোগি হয় সাধারণ শিক্ষার্থীরা ও ক্রেতা-পথচারী-যাত্রীরা। এই সংঘর্ষের ঘটনা এতদূর পর্যন্ত গড়াতেই পারতো না যদি প্রশাসন যথাযথ সময়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো। সেটা না করে প্রশাসন ঘটনাকে হামলা ও টিয়ারগ্যাস দিয়ে মোকাবেলা করতে চেয়েছে। রাতের আঁধারে শিক্ষার্থীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: ঢাকা কলেজ-ব্যবসায়ী সংঘর্ষের সূত্রপাত যে কারণে

এসব ঘটনার জন্য ছাত্রলীগ এবং প্রশাসনকে দায়ী করে বলেন, এই এলাকায় ব্যবসায়ী সিন্ডিকেট ও ছাত্রলীগের চাঁদাবাজদের দৌড়াত্মের কথা প্রশাসনের সবই জানা। এই সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদেরকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা, দুর্ব্যাবহার করা, দোকানদার ও কর্মচারী কর্তৃক ইভটিজিং, এবং তার উপর ক্ষমতাসীন দলের মাস্তানদের চাঁদাবাজি-তোলাবাজী নিয়ে দ্বন্দ্ব, এগুলোই আসলে এই সংঘর্ষের ঘটনার মূল কারণ। কিন্তু এদের বিরুদ্ধে কখনও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। বরং দিনের পর দিন এই গোষ্ঠী সংঘাতকে শিক্ষার্থী বনাম দোকানদার দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করে এবং ঢাকা কলেজের ভেতরে হলে হলে ছাত্রলীগের দখলদারিত্ব, অগণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদেরকে কায়েমী স্বার্থে ব্যবহার করে মূল অপরাধীদেরকে আড়াল করে দেওয়া হচ্ছে।

কলেজ এবং হল বন্ধের সমালোচনা করে বলেন, ঘটনা সামাল দিতে না পেরে ঢাকা কলেজ প্রশাসন কলেজ বন্ধ ও শিক্ষার্থীদের হলত্যাগের মত দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের পরিক্ষা চলছে, সেই মুহূর্তে এরকম সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান নেতৃবৃন্দ।

ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ জা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের বাসে হিজাব-নন হিজাব, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬