সেহেরী নিয়ে হতদরিদ্রদের পাশে লোহাগাড়া ছাত্রলীগের সভাপতি

খেটে খাওয়া মানুষের মাঝে সেহেরী বিলি
খেটে খাওয়া মানুষের মাঝে সেহেরী বিলি  © টিডিসি ফটো

রাত তখন ৩টা। নেতাকর্মীদের সাথে নিয়ে রোজাদারদের হাতে হাতে সেহেরী তুলে দিচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী। রবিবার (১০ এপ্রিল) দিনগত দিবাগত রাতে উপজেলার বটতলী মোটর স্টেশনের খেটে খাওয়া মানুষের মাঝে সেহেরী বিলি করতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম আহমেদ আকরাম, সহ-সভাপতি তৌসিফ যুগ্ম- সাধারণ সম্পাদক বোরহান সোবাহান সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক হিরু, উপ-পাঠাগার সম্পাদক ইরফান হাসান, লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাত,আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ আধুনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাইনু পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওসমান, ইমরান চৌধুরি, এস. এম. পারভেজ, মো. ফয়সাল ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা এস এম মোজাম্মেল হক ও ফারুক জিয়া চৌধুরী প্রমুখ।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, যে মানুষগুলো রাস্তায় রিকশা চালায়, শ্রমজীবী, ছিন্নমূল, যারা রাস্তায় থাকে তাদেরকে একদিন সেহেরী খেতে দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

“তারা কখনও করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিলি করেছেন, কখনও রাস্তায় রাস্তায় মাস্ক-স্যানিটাইজার বিতরণ করছেন। কখনও ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন মানুষের দুয়ারে, দুয়ারে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের নিজেদের অনেক ভালো লেগেছে।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence