দিনদিন ঢাবিতে মৌলবাদের চর্চা বেড়ে যাচ্ছে: সনজিত

০৭ এপ্রিল ২০২২, ০৮:১৩ PM
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনদিন মৌলবাদের চর্চা বেড়ে যাচ্ছে মনে করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। ‘ক্যাম্পাসে ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপতৎপরতার প্রতিরোধে ও যথাযথ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের দাবি’তে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন হল ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনজিত বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে মুজিব আদর্শে বিশ্বাস করি। এই অসাম্প্রদায়িক এবং স্বাধীন একটি দেশ বিনির্মাণে ৩০ লাখ শহীদ তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের ২ লাখ মা-বোন তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন। কোনোভাবেই তাঁদের এই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেব না।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের জন্য নিজের রুম ছেড়ে দিলেন ছাত্রলীগ সভাপতি সনজিত

সনজিত বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদের চর্চা দিন দিন বেড়েই চলছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা নিয়ে এই সাম্প্রদায়িক সংগঠনগুলো কর্মকাণ্ড চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় এসব সংগঠনগুলো কাজ করছে অভিযোগ করে সনজিত আরও বলেন, পরিবেশ পরিষদ কর্তৃক যারা কেবল সংগঠন হিসেবে পরিচিত, এর বাইরে কোনো কার্যক্রম নেই সেই ব্যাঙের ছাতার মতো সংগঠনকে ছত্রছায়া দিচ্ছে প্রশাসন তাদের সহায়তা দিচ্ছে। তাদেরকে আমরা বলতে চাই আপনারা এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বারবার বলার পরেও আপনারা এই মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনকে নস্যাৎ করতে পারেননি।

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9