ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ PM
কেক কাটার মুহূর্ত

কেক কাটার মুহূর্ত © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার ৫ম বর্ষে পা দিয়েছে আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

দুপুর দেড়টায় জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে টিএসসি থেকে একটি পতাকা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শিক্ষা, অধিকার ও প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া, রাজপথে শ্রম, ঘাম ও রক্ত দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অধিকার আদায়ের আজ চতুর্থ বছর। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে। যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তার মুক্তির দাবি করছি।

এসময় নেতাকর্মীরা মামুনের মুক্তির দাবিতে ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মামুন ভাইয়ের মুক্তি চাই’, ‘জেলের তালা ভাঙব, মামুন ভাইকে আনব’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মোল্লা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্মই হয়েছে রাজপথে অধিকার আদায়ের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের মেধাভিত্তিক ছাত্র রাজনীতির চর্চাকে উৎসাহিত করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সুন্দর জাতি বিনির্মানের স্বপ্ন দেখে এবং সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অধিকার পরিষদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভিন্ন ধারার একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন দলীয় দাসত্ব এবং লেজুড়বৃত্তির বাইরে একটি স্বাধীন এবং স্বতন্ত্র ছাত্র সংগঠন।

আরও পড়ুন: ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে রাবি ছাত্রের আত্মহত্যা

সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি আখতার ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন সহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দ্যেশ্যে ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এই সংগঠনের নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও সদ্য প্রতিষ্ঠিত গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
  • ১১ জানুয়ারি ২০২৬
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি
  • ১১ জানুয়ারি ২০২৬
আইপিএম বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন
  • ১১ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাই…
  • ১১ জানুয়ারি ২০২৬
এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9