স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সারাদেশে মিছিল-সমাবেশ

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি © টিডিসি ফটো

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সারাদেশে মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিলন চত্ত্বরে সারাদেশে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা নগর ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম ও সাংগঠনিক সম্পাদক সায়মা আফরোজ। সমাবেশের আগে একটি মিছিল টিএসসি প্রদক্ষিণ করে।

একই দাবিতে গাইবান্ধা, রংপুর, ময়মনসিংহ, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবিসহ সারা দেশে মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ঢাবির কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, দীর্ঘ দিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা দেখেছি অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, বাল্যবিবাহের শিকার হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতেই যেখানে আমাদের অনেক সময় লাগবে সেখানে আবারও দ্বিতীয় দফা বন্ধের ঘোষণা দেয়া হলো। অথচ ব্যাংক-বিমা, অফিস-আদালত, কারখানা, বাণিজ্য মেলা, শপিংমল সহ সবকিছু সরকার খোলা রাখা রেখেছে। সরকারের এই ধরণের সিদ্ধান্ত শুধুমাত্র খামখেয়ালি না, এর পিছনে সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে।

“সরকার এই করোনাকালীন সময়ে জাতীয় শিক্ষাক্রম-২০২০ পাশ করেছে। যেখানে দরকার ছিলো শিক্ষার্থীদের ভ্যাক্সিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করা। দরকার ছিলো শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করা। অথচ তা না করে অভিভাবকদের কাছ থেকে জোর করে বেতন-ফি আদায় করা হয়েছে। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার যে ক্ষতি হলো তা পুষিয়ে উঠার কোনো আয়োজন না করে এখন আবার প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো। আমরা শিক্ষার্থী এবং শিক্ষা নিয়ে সরকারের এইসব সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি”।

সভাপতি তার বক্তব্যে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া, বেতন-ফি মওকুফ করা, এবং জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল করার দাবিতে সারাদেশে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬