সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১১তম সম্মেলন অনুষ্ঠিত

১২ জানুয়ারি ২০২২, ০৮:৫২ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত ছবি

সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত, স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে কলা ভবনের সামনে বটতলায় এ সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

উদ্বোধনী বক্তব্যে নাসির উদ্দিন প্রিন্স বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই সম্মেলন। যে আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, শাসকশ্রেণির নানামুখী আক্রমণে তা ক্ষতবিক্ষত। শিক্ষা বাণিজ্য, ফি বৃদ্ধি, সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষাকে একদিকে সংকুচিত করা হচ্ছে আবার গেস্টরুম গণরুম, হলগুলোতে ক্ষমতাসীনদের দৌরাত্ম বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার পরিবেশকে করছে কলুষিত।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে ও সদস্য সুহাইল আহমেদ শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরিন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য লাবনী বন্যা ও জেসান অর্ক মারাণ্ডি।

সমাবেশে জোবাইদা নাসরিন বলেন, প্রশাসন নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে ছাত্ররাজনীতিকে বিতর্কিত করতে চায়। এতে তাদেরই লাভ, কারণ ছাত্ররাজনীতি বন্ধ হলে ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় বিনা বাঁধায়। কিন্তু ছাত্ররাই বারবার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। রাজনৈতিক সংগ্রামে নিজেদেরকে যুক্ত রাখাই শিক্ষার্থীদের মুক্তির পথ।

আরও পড়ুন: শনাক্ত তিন হাজার ছুঁই ছুঁই, হার বেড়ে ১১.৬৮ শতাংশ

সমাবেশ শেষে সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, ঢাকা বশ্বিবদ্যিালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।  এতে রাজীব কান্তি রায় সভাপতি ও হাইল আহমদে শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  কার্যনির্বাহী কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি লাবনী বন্যা, সাংগঠনিক সম্পাদক জেসান অর্ক মারাণ্ডি, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, অর্থ সম্পাদক কাজী মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহির ফারহান খান পান্থ, স্কুল সম্পাদক রিমিয়া রিমি, পাঠাগার সম্পাদক মনীষা আক্তার, সদস্য জোবাইদুল হক রনি, জুয়েল তাইফ।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9