রাব্বানীর বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

১০ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ PM
 গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © ফাইল ছবি

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে করা মামলার আবেদন আমলে নেয়নি আদালত। আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মাদারীপুর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফয়সাল আল মামুন মামলাটি খারিজ করে দেন।

বাদীর আইনজীবী ফয়জুর রহমান হিরু বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আবেদন নিয়ে উচ্চ আদালতে যাবেন।

হামলা ও লুটপাতের অভিযোগে সাবেক এই ছাত্রনেতার বিরুদ্ধে গত ২৯ ডিসেম্বর মামলার এই আবেদন করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর।

এর আগে আবেদনের শুনানীর জন্য ৫ ও ৯ জানুয়ারি দুই দফা দিন ধার্য করা হলেও কোনো আদেশ দেয়নি আদালত।

আবেদনে আব্দুল গনি অভিযোগ করে বলেন, গত ২৬ ডিসেম্বর তার বাড়িতে হামলা চালায় গোলাম রাব্বানী ও তার লোকজন। বাড়ির সদস্যদের পিটিয়ে লুট করা হয় সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র। গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও ৮ জনকে অভিযুক্ত করেন বাদী।

বাদীর আইনজীবী ফায়জুর বলেন, আদালত দুই দফা আদেশের শুনানীর দিন ধার্য করেও কোনো আদেশ দেয়নি। সোমবার বিকেলে অভিযোগটি খারিজ করে দেয়। আমরা এ আদালতে ন্যায় বিচার পাইনি। আদেশের নকল কপি পেয়ে উচ্চ আদালতে অভিযোগ দিব। বিবাদী প্রভাবশালী হওয়ায় অভিযোগটি খারিজ করেছে বলে আমার ধারণা।

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছিল একটি প্রভাবশালী মহল। আদালতে তা মিথ্যে প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে গেছে।

‘যারা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমি পুনরায় অভিযোগ দিব। টু ইলেভেন ধারায় অভিযোগ দেয়া হবে। আমি ন্যায় বিচার পেয়েছি আদালত থেকে।’

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোটের দিন গত ২৬ ডিসেম্বর রাজৈরের ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য দাঁড়ান গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। মামার পক্ষে ভোট দিতে রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়।

এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়। তাতে সালাহ উদ্দিনের প্রতিদ্বন্দ্বী নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলেসহ দুইজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ২ দিনের রিমান্ডে
  • ০৫ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ জানুয়ারি ২০২৬
ধর্মীয় শিক্ষা অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার স…
  • ০৫ জানুয়ারি ২০২৬
১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন করতে যাচ্ছে পুল…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে ৮ শহিদের পরিচয় শনাক্ত
  • ০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল চান ট্রাম্প, তার পরিকল্পনা কাজ করবে?
  • ০৫ জানুয়ারি ২০২৬