ঢাবি ছাত্রলীগের হল কমিটির পদপ্রত্যাশী ৩০০’র বেশি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২১, ০৬:২৭ PM
ছাত্রলীগের অন্যতম শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল কমিটির পদের জন্য ঢাবির অন্তর্ভুক্ত ১৮ টি হল থেকে এ পর্যন্ত ৩০০ জনের বেশি পদপ্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।
এর আগে, গত মাসের ২৮ অক্টোবর থেকে হল কমিটির পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শুরু হয়। আজ বৃহস্পতিবার এটি শেষ হবে। আগামী ৩ ও ৪ নভেম্বর এই দুই দিন চলবে জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই। তবে সম্মেলন কবে হবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি ঢাবি ছাত্রলীগ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক হল সম্মেলন হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। এর ১৬ দিন পর ১৩ ডিসেম্বর এক বছরের জন্য ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে একই বছর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এতদিন হল কমিটি হয়নি।