হাফপাস সমাবেশ থেকে আটক ছাত্রকে বুঝে পেলো আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ
- রাকিব হাসান তামিম
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৮:৪৯ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ০৮:৪৯ PM
আজ হাফপাসের দাবিতে ডাকা সমাবেশে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের জেরে তুলে নিয়ে যাওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের জিম্মায় তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা কলেজে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও পুলিশ প্রশাসনের সমঝোতা বৈঠকের পর আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মজিবর রহমানের কাছে ওই শিক্ষার্থীকে তুলে দেয়া হয়।
বৈঠকে ঢাকা কলেজের আহত ছাত্রের চিকিৎসার সকল ব্যয় বহন করা, আহত ছাত্রের ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মেরামত করা, নতুন মোবাইল ফোন কিনে দেওয়া, ঘটনার সাথে জড়িত আইডিয়াল কলেজ ছাত্রদের আজীবন বহিষ্কার, ভবিষ্যতে আইডিয়াল কলেজের কোন ছাত্র ঢাকা কলেজের সামনে এসে কোন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না এসব শর্তে মীমাংসা করা হয় ৷
দাবিগুলো বাস্তবায়নের পক্ষে মিমাংসাপত্রে আইডিয়াল কলেজের পক্ষে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুন কুমার গাঙ্গুলী, ঢাকা কলেজের পক্ষে উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন এবং পুলিশ প্রশাসনের পক্ষে নিউমার্কেট ও কলাবাগান থানার ওসি অপারেশনগন সই করেন৷
এর আগে দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থী দ্বারা ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থী মারধরের শিকার হোন। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থীকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসেন।
এ বিষয়ে আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মজিবর রহমান বলেন, আজকের অনাকাঙ্খিত ঘটনায় আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে বসে আমরা এজটা সুষ্ঠু সমাধান করতে পেরেছি৷ আমরা আমাদের ছেলেটিকে বুঝে পেয়েছি৷আমরা তাকে নিয়ে যাচ্ছি৷ যদি তার দোষ ত্রুটি প্রমাণ হয়ে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব৷